
!!!! নারী !!! কলমে সংযুক্তা আজ আবহাওয়াটা ভারী সুন্দর । শেষরাতে একপশলা বৃষ্টি হয়ে গেছে । কিন্তু এখন আকাশ পরিস্কার । কালকা থেকে শিবালিক এক্সপ্রেসে করে সিমলা যাচ্ছি । তবে এই রাস্তার বর্ণনা দিতে গেলে আরেকটা গল্প হয়ে যাবে । তাই আর সেদিকে যাচ্ছি না । তবে যারা সিমলা যেতে চায় তারা এই ট্রেন ভ্রমনটি করলে মনে রাখবে - এতটাই সুন্দর এই যাত্রাপথ । যাইহোক , যখন সিমলা পৌঁছালাম তখন বিকাল । গাড়ী ঠিক করাই ছিল , সেটা নিয়ে সোজা হোটেল । আমরা তিনটে বন্ধু পরিবার একসাথে গিয়েছিলাম । সবাই স্নান করে তৈরি হতে হতে নামলো বৃষ্টি । সে এমন বৃষ্টি যে থামার কোনো লক্ষণই নেই । হোটেলেই চা-পকোড়ার অর্ডার দিয়ে সবাই একটা ঘরে বসে গেলাম আড্ডা দিতে । কিন্তু রাত নয়টা বেজে গেলেও বৃষ্টি কমলো না । তখন আর কিছু করার নেই তাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে গেলাম । রাতে যতবার ঘুম ভেঙ্গেছে টের পেয়েছি বৃষ্টির শব্দ আর মেঘের ডাক । সকালে মন খারাপ নিয়েই সবাই তৈরী হলাম । বৃষ্টি পড়েই চলেছে কিন্তু আমাদের গাড়ী নিয়ে বেড়া...