Posts

Showing posts from December, 2019

ভালোবাসা

Image
কলমে  - সংযুক্তা সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাসরে।। নতুন বছরের শুরুতে কিছু বন্ধুর ইচ্ছেতে আজ আমিও নতুন পথে হাঁটতে শুরু করছি। তবে এমন দিনে কবিগুরুকে স্মরণ না করে কি করে চলবো, তাই কবির গান লিখেই শুরু করলাম আমার পথ চলা। আশাকরি সবার ভালোবাসায় এ পথ চলা সম্ভব হবে।  আজ যেহেতু এপথে প্রথম পদক্ষেপ রাখছি তাই একটা ছোট্ট গল্প বলছি।  ভালোবাসা প্রয়াগে কুম্ভস্নানে হাজির কয়েকলক্ষ মানুষ ও বেশ কিছু অমানুষ। দূরদূরান্ত থেকে এসেছে সবাই। ট্রেন বা বাসে আসার পর সঙ্গমে যাওয়ার জন্য অটো, টোটো বা পা ভরসা।  তবে এইসব যানও অনেকটা দূরেই দাঁড়িয়ে পড়ছে ভীড়ের চাপে।  এক দম্পতি দুটি ছয় সাত বছরের মেয়ে আর কোলে একটি ছেলে নিয়ে স্টেশন থেকে একটি টোটো করে এসেছে সঙ্গমে। বেশ কিছুটা দূরে টোটোটা দাঁড়িয়ে পড়লো। দম্পতি কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে ঠিক করল মেয়ে দুটিকে গাড়ীতে চালকের হেফাজতে  রেখে কোলেরটাকে নিয়ে গিয়ে স্নান সেরে আসবে। টোটোচালক অবাক, এত ভীড়ে পরে কিভাবে খুঁজে পাবে ওনারা মেয়েদের!  বেশ চিন্তার বিষয়।  তখন ওরা...